জাতীয় শোকদিবস উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আলোচনা সভা ও দোয়া

জাতীয় শোকদিবস উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আলোচনা সভা ও দোয়া

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।  

১৮ আগস্ট জেলা শিল্পকলা একাডেমীতে জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মোঃ সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার,  পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ তসলিম সিকদার, কেন্দ্রীয় যুবলীগের নতা মোঃ হুমায়ুন কবির মৃধা, জেলা যুবলীগের  সহ-সভাপতি সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান শাকিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ নাসির উদ্দিন হাওলাদার, শহর যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম মামুন। 

সভায় বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দল বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের রাজনীতি, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির সকল ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে, যুবলীগ ও ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ১ সেপ্টেম্বর থেকে ছাত্রলীঘ ও যুবলীগকে রাজপথ দখলে রাখারও আহবান জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ।