বরিশালে জাতীয় শোক দিবস পালন

বরিশালে যথাযোগ্য মর্যদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোকদিবস পালিত হয়েছে। সকালে বাংলাদেশের স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। দিনব্যাপী কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়েছে বক্তারা।
গতকাল রোববার সকাল ৬টা ২০ মিনিটে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিূাবাত সাদিক আবদুল্লাহ।
এরপর মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহানগরের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু আজন্ম বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেেেছন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। মূলত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা চাই নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদশ্য ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর হবে।
এদিকে সকালে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল নগরের অশি^নী কুমার হল চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান এবং শহীদ আবদুর রব সেরনিয়াবতে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ, বরিশাল নাটক, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখা, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, খেয়ালী গ্রুপ থিয়েটার, শব্দাবলী গ্রুপ থিয়েটার, অমৃত লাল দে মহাবিদ্যালয়, খেলাঘর, প্রান্তিক, তানসেন, পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার, নাট্যম জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এবার করোনার কারণে জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকর্যালী বাতিল করা হয়েছে। তবে রোববার সূর্যোদয়ের সঙ্ েসঙ্গে আওয়ামী লীগ দলীয় কার্যালয়, মহানগর আওয়ামী লীগের সকল ওয়ার্ড কার্যালয়, দলীয় কাউন্সিলরদের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ভার্চুয়াল আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং বাদ জোহর সকল মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ঐতিহাসিন ভাষণ প্রচার এবং অসহায়দের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। সরকারিভাবেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।