জাপান ফেস্টে তাহসান

জাপান ফেস্টে তাহসান

গায়ক-অভিনেতা তাহসানের সঙ্গে জাপানের যোগাযোগ নতুন নয়। একাধিকবার ভ্রমণ করেছেন চেরি ফুলের দেশ। এ নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠানও।

এবার জাপান দূতাবাস আয়োজিত ‘জাপান ফেস্ট ২০২১’-এর অন্যতম আকর্ষণ ‘ঈর্ষা’-খ্যাত গায়ক।

দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ইউটিউব ও ফেইসবুক পেজে অনুষ্ঠানটি প্রচার হবে।

আরও বলা হচ্ছে, এ বছরের উৎসবে তাহসানের চোখে জাপানকে দেখতে পারেন দর্শকেরা।

উৎসবে তাহসানের সঙ্গে গাইবেন দেশটির জনপ্রিয় গায়ক কাজুফুমি মিয়াজাওয়া। করোনা সচেতনতার ওপর গানটির সুর ও সংগীত করেছেন বাংলাদেশের গায়ক। এ ছাড়া থাকছে আরও কিছু আয়োজন।

সন্ধ্যা ৬টায় জাপান দূতাবাসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি এর আধাঘণ্টা আগে আরটিভিতে প্রচার হবে ‘জাপান ফেস্ট ২০২১’-এ আয়োজন।