নারায়নগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

নারায়নগঞ্জের রূপগঞ্জে জুস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনায় দায়ীদের বিচার এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্কপের জেলা নেতা কমরেড ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং স্কপ নেতা এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন স্কপ বরিশাল জেলা সমন্বয়কারী ও টিইউসি’র বরিশাল জেলা সম্পাদক এ্যাড. এ কে আজাদ, ডাঃ মনীষা চক্রবর্তী, জাহাঙ্গীর হোসেন, আবুল হাসেম, আখতার রহমান সপ্রু, জোছনা বেগম, মোঃ আল-আমিন, দুলাল মোল্লা, তালুকদার মোঃ রনি, রতন দেবনাথ ও ছাত্রনেতা কিশোর কুমার বালা প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা নারায়নগঞ্জের রূপগঞ্জে জুস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে অর্ধ শতাধিক মানুষের প্রণহানীর ঘটনায় দায়ীদের কঠোর বিচার দাবি করেন। অবিলম্বে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত এবং আহত শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের আহবান জানান।
বক্তারা ক্ষোভের সঙ্গে বলেন, একটি কারখানা দেখভাল করার জন্য সরকারী প্রতিষ্ঠান ‘কলকারখানা অধিদপ্তর’ রয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করছে না। ফলশ্রুতিতে এই শ্রমিক হত্যাকান্ড ঘটেছে। কলকারখানা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে গাফিলতি, দায়িত্বে অবহেলার কারণে তাদেরকেও বিচারের মুখোমুখি করার আহবান জানান।