জাপানে পড়া ও চাকরির সুযোগ পাবে ডিডাব্লিউএফ এডুকেশন গ্রুপের শিক্ষার্থীরা

জাপানে পড়া ও চাকরির সুযোগ পাবে ডিডাব্লিউ এফ এডুকেশন গ্রুপের শিক্ষার্থীরা। উচ্চতর এ শিক্ষার জন্য জাপান ও ডিডাব্লিউএফ পরিচালিত প্রতিষ্ঠানের সাথে ইন্টারন্যাশনাল ইন্টার্নশীপ চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার ১৬ মে রাজধানী ঢাকায় এ চুক্তি সম্পাদিত হয়েছে।
বাংলাদেশে নার্সিং পেশাকে আরো তরান্বিত ও উন্নত করার জন্য এবং দেশের বাহিরে উচ্চতর প্রশিক্ষণের জন্য জাপানের ওথেলো ফাইন্যান্সিয়াল লিমিটেড, এমপি ট্রাভেলস লিঃ ও ডিডাব্লিউএফ গ্রুপ অব ইনস্টিটিউট পরিচালিত সকল প্রতিষ্ঠানের সাথে ইন্টারন্যাশনাল ইন্টার্নিশীপ প্রোগ্রাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।চুক্তি স্বাক্ষর অনুযায়ী বাংলাদেশ থেকে জাপানে নার্স শিক্ষার্থীরা বিনা খরচে জাপানের হাসপাতালগুলোতে ইন্টার্নশীপ করার সুযোগ পাবে।
ইন্টার্নশীপ শেষে জাপানে চাকরি করার সুযোগ পাবে। এ ছাড়াও চুক্তি অনুযায়ী স্কিলড ম্যানপাওয়ার জাপানে চাকরির সুযোগ পাবে এর মধ্যে কেয়ারগিভার জাপানে যাওয়ার জন্য অগ্রাধিকার পাবে।
ইন্টারন্যাশনাল ইন্টার্নশীপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওথেলো ফাইন্যান্সসিয়াল সার্ভিস লিঃ ম্যানেজিং ডাইরেক্টর তাকাহাসি সোজিরো, সিটি নেট হোল্ডিংস লিঃ ম্যানেজিং ডাইরেক্ট ইসিহারা নাওকি। এ ছাড়াও উপস্থিত ছিলেন সামাইরা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্ট মোঃ রফিকুল ইসলাম, ডিডাব্লিএফ গ্রুপ ও ন্যাশনাল নার্সিং কলেজ টঙ্গীর চেয়ারম্যান মোঃ জালাল আহমেদ,বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম পটুয়াখালী ডিডাব্লিউ এফ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং জহির মেহেরুন নার্সিং কলেজ অধ্যক্ষ মেহেরুন নেছা এবং সজল চৌধুরী, পরিচালক, প্রোগ্রাম, ডিডাব্লিউএফ এর কর্মকর্তা সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অধ্যাপক জহিরুল ইসলাম বলেন আন্তর্জাতিক অঙ্গনে নার্সিং শিক্ষা ও চাকরির সুযোগ দেশে সেবার মান উন্নত হবে তেমন দেশের শিক্ষার্থীদের এ পেশায় ও শিক্ষায় উৎসাহিত করবে। ডিডাব্লিউ এফ এডুকেশন গ্রুপের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গড়তে অপার সম্ভবনা।