জামালপুরের ডিসির সেই ভিডিও তদন্ত করবে মন্ত্রিপরিষদ

জামালপুরের ডিসির সেই ভিডিও তদন্ত করবে মন্ত্রিপরিষদ

নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওর বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী রোববার (২৫ আগস্ট) সপ্তাহের প্রথম কার্য দিবসে এ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

জামালপুরের এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা যায়। 

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনু বিভাগের একজন কর্মকর্তা (যুগ্ম সচিব) রোববার তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ অবগত হয়ে এরইমধ্যে আলোচনা করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) পোস্ট দেয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে আহমেদ কবীরকে তার অফিসের ওই নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।