জাল টাকাসহ জয়পুরহাটে গ্রেপ্তার ৪

জয়পুরহাটে ২ লাখ জাল টাকাসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার তালহারা গ্রামের মানিক আকন্দ, আব্দুর শুকুর এবং একই উপজেলার গোদনকুড়ি গ্রামের নায়েব আলী মৃধা এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের জাকারিয়া ফকির।
র্যাব সূত্র জানায়, জেলার কালাই উপজেলার পুনুট কোল্ড স্টোরেজের সামনে থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই চার যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার কারবারি চক্র সক্রিয় হয়ে উঠেছে।
র্যাব ক্যাম্প জয়পুরহাটের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত জাল টাকাসহ গ্রেফতারকৃত চার জনকে কালাই থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।