করোনা টিকা নিয়ে ১০ লাখ ডলার পুরস্কার

করোনা টিকা নিয়ে ১০ লাখ ডলার পুরস্কার

যুক্তরাষ্ট্রের ওহিওতে করোনাভাইরাসের টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের ১০ লাখ ডলারের পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে প্রশাসন। তবে তার জন্য জিততে হবে লটারিতে। করোনা টিকা গ্রহণে উৎসাহিত করতে ওহিওতে এ কর্মসূচি চালু হয়েছে। প্রথমধাপে ওহিওর এক নারী ১০ লাখ ডলার পুরস্কার জিতেছেন। বুধবার রাতে ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে। ওই কর্মসূচির আওতায় লটারি জেতা এক কিশোরের কলেজ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার তাদের লটারির মাধ্যমে বাছাই করে পরিচয় নিশ্চিত করা হয়। এরপর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। ১ মিলিয়ন ডলারের পুরস্কার জিতেছেন সিনসিনাটির নিকটবর্তী সিলভারটনের বাসিন্দা অ্যাবিগেইল বুজেনস্ক। কলেজ বৃত্তি পাওয়া সেই কিশোরের নাম জোসেফ কস্টেলো। 
ওহিওর গভর্নর মাইক ডি ভাইন বলেছেন, এই কর্মসূচির কারণে ওহিওর বাসিন্দারা করোনা টিকা গ্রহণে উৎসাহী হবেন। প্রথম রাউন্ডের বিজয়ীদের নাম ঘোষণা করতে পেরে তিনি আনন্দিত।

ওহিওর এমন উদ্যোগে প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্রের আরও কিছু অঙ্গরাজ্যেও একই পদক্ষেপ নেয়া হয়েছে।