বরিশালে ত্রিমুখি সংঘর্ষে ৬জন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

বরিশালে ত্রিমুখি সংঘর্ষে ৬জন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনার পর থেকে কাভার্ডভ্যান চালক ও চালকের সহকারি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার।

গত বুধবার রাতে নিহত আরিফ হোসেন রাড়ির ফুফাতো ভাই রাশিদুল হাসান সুমন বাদি হয়ে সড়ক পরিবহন আইনে কভার্ডভ্যানের চালক ও চালকের সহকরির বিরুদ্ধে উজিরপুর থানায় এই মামলা দায়ের করেন। 

পুলিশ জানিয়েছেন ওই দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝালকাঠির বাউকাঠি গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতদের মধ্যে আরিফের বোন ঢাকার সিএমএইচ এ কর্মরত আর্মড ফোর্সেস নার্সেস সার্ভিসের মেজর সুরাইয়া আক্তার শিউলীর লাশের ময়না তদন্ত গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়। ময়না তদন্ত শেষে তার মরদেহও ঝালকাঠিতে গ্রামের বাড়ি নেওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদানের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় একটি শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কভার্ডভ্যান ও বাসের ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ মোট ৬জন নিহত হয়। দুর্ঘটনার পর পুলিশ অ্যাম্বুলেন্স, কভার্ডভ্যান ও বাস আটক করে।