জুটির ওয়েব সিরিজ

সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত দুই পর্বের ‘মিশন এক্সট্রিম’ অনেক দিন ধরে আলোচনায় আছে। গত ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনায় স্থগিত হয় ছবিটি।
‘মিশন এক্সট্রিম’ মুক্তি নিয়ে আপাতত কোনো খবর নেই। সে সময় নতুন ওয়েব সিরিজের খবর দিলেন এই নির্মাতা জুটি।
শনিবার প্রকাশ হয় সিরিজ ‘বিলাপ’-এর ফার্স্টলুক পোস্টার। সেখানে ভৌতিক আবহে একটি পা ঝুলে থাকতে দেখা যায়। আর একটা ঘরে দাঁড়িয়ে আছে রহস্যময় কিছু মূর্তি। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম সিনেমাটিকের জন্য নির্মিত এ সিরিজের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানি সানোয়ার।
ডার্ক থ্রিলার ধাঁচের এই সিরিজ নিয়ে এক লাইনে বলা হচ্ছে, নো ড্রাগ নো বিলাপ। অর্থাৎ, মাদককে না বলা হচ্ছে।
সিরিজে একগুচ্ছ তারকা অভিনয় করেছেন। এই তালিকায় আছেন শরীফুল রাজ, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, রুনা খান ও ইন্তেখাব দিনার। সঙ্গে আছেন লুৎফর রহমান জর্জ, জয়রাজ, মাজনুন মিজান, খাইরুল বাশার, আশরাফুল আশিষ, দীপু ইমাম, পূজা অ্যাগনেস ক্রুজ, সুজাত শিমুল ও ফখরুল বাশার মাসুম।
ভোরের আলো/ভিঅ/১৫/২০২০