জুন পর্যন্ত পিপিই-মাস্ক ব্যবসায় ভ্যাট দিতে হবে না

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্ক)-এর উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ ভ্যাট হতে অব্যাহতি পাবেন উৎপাদক, ব্যবসায়ী ও যোগানদাররা।
বুধবার এ কর অব্যাহতি দিয়ে নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন সই করা নির্দেশনায় বলা হয়েছে, যেহেতু বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এএনবিআরের আদেশে বলা হয়, জনস্বার্থে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির এই দুর্যোগকালে পিপিই ও সার্জিক্যাল মাস্কের উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো। এরআগে, ২২ মার্চ আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়।