জেএসডির তানিয়া রবের মন্তব্য: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন

জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেছেন, যখন ব্যাপক সংখ্যক মানুষ অর্থনৈতিক সংকটে জর্জরিত হন, তখন রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। টিসিবির ট্রাক সেল বন্ধ করা এবং ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল, পাশাপাশি দ্রব্যমূল্যের ওপর নতুন কর আরোপে বাজারে গুরুতর সমস্যা সৃষ্টি হবে। যার কারণে লাখ লাখ মানুষের জীবন কঠিন এবং ঝুঁকির মধ্যে পড়বে।
তিনি বলেন, ‘‘দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য যদি কোনও বিকল্প ব্যবস্থা না থাকে এবং সরকার যদি তাদের সহায়তা বন্ধ করে দেয়, তবে তা সমাজ ও রাষ্ট্রে বিরূপ প্রভাব ফেলবে। এ অবস্থায় সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির একটি বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তানিয়া রব। এই বিক্ষোভ সমাবেশে ‘‘টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি’’র প্রতিবাদ জানানো হয়।
তিনি আরও বলেন, ‘‘এ সরকার ছাত্র-জনতার রক্তের ওপর গঠিত, অথচ নতুন নতুন ভ্যাট-ট্যাক্স আরোপ করে সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কার্যকর পদক্ষেপ না থাকলেও মুক্তিযুদ্ধের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের কিছু অংশ সক্রিয়।’’
জেএসডির ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- অ্যাডভোকেট কেএম জাবির, সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শ্রমিক নেতা এমএ আউয়াল এবং মহানগর নেতা ফারহান হাবিব।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু।