জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ঝালকাঠিতে স্বর্নকিশোরীর উপর হামলা ও সাইবার অপরাধসহ সব ধরণের জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট এবং ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিজ নামে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মডেল ইয়ুথ পার্লামেন্ট বরিশাল শাখার চেয়ারপার্সন আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্র্যাকের ডিভিশনার ম্যানেজার সেলিম মোল্লা, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিজের সমন্বয়ক সোহানুর রহমান এবং শিশু সংগঠন এনসিটিএফ সভাপতি কথক বিশ্বাস।

বক্তারা সারা দেশে শিশু ও নারী নির্যাতন-ধর্ষন বন্ধ এবং ঝালকাঠিতে যুব সংগঠক নাসরিন আক্তার সারার (স্বর্ণ কিশোরী) উপর হামলা ও সাইবার অপধারীদের বিচারের দাবি জানান। 

মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি পদযাত্রা বের হয়ে বিবির পুকুরের পূর্বপাড়ে রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। পরে একই দাবিতে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তারা।