জেলে পল্লিতে হামলায় অভিযুক্ত ৩৮ জন তিন দিনের রিমান্ডে

জেলে পল্লিতে হামলায় অভিযুক্ত ৩৮ জন তিন দিনের রিমান্ডে

রংপুরের পীরগঞ্জে জেলে পল্লিতে তাণ্ডবের ঘটনায় এক মামলায় ৩৭ জনকে তিনদিনের রিমান্ড নিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক ফজলে এলাহি খান এ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান আদালতে রিমান্ড চেয়ে আবেদন করেন।  বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ আদালতের জিআরও (সিএসআই) শফিকুল ইসলাম।

পীরগঞ্জের জেলে পল্লিতে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ৬৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ এ ঘটনায় প্রথম দফায় গ্রেপ্তার করে ৩৮ জনকে জেলহাজতে পাঠায়। পরে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদাল তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।

রবিবার রাত ১০টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতীবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধর্ম অবমাননার ছবি ফেইসবুকে পোস্ট করেছে এমন অভিযোগ তুলে এক তরুণের বাড়ি ঘিরে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর সপরিবারে পালিয়ে যায় ওই তরুণ। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে নিরাপত্তা জোরদার করে।

পুলিশ সুপার জানান, ওই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কয়েকটি হিন্দু বাড়ি ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ।