বিপিএল ফাইনালের আগে অসুস্থ সাকিব

বিপিএল ফাইনালের আগে অসুস্থ সাকিব

বিপিএল ফাইনালের আগে পেটের পীড়ায় ভুগছেন সাকিব আল হাসান। তবে তার দল ফরচুন বরিশালের প্রত্যাশা, ফাইনালে পাওয়া যাবে দেশসেরা অলরাউন্ডারকে।

বিপিএলের অষ্টম আসরের ফাইনাল হবে শুক্রবার বিকেলে, মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার আগে বৃহস্পতির অনুষ্ঠিত হল ফাইনালের ফটোসেশন।

ফটোসেশনে ট্রফি নিয়ে ছবি তোলেন দুই দলের অধিনায়ক। কিন্তু ফটোসেশনে দেখা যায়নি বরিশালের অধিনায়ক সাকিবকে। তার পরিবর্তে ফটোসেশনে আসেন সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

সাকিব ফটোসেশনে না আসার কারণ হিসেবে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানায়, ফাইনালের আগের দিন পেটের পীড়ায় ভুগছেন দলের অধিনায়ক। যার ফলে ফটোসেশন ও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাঠানো হয়েছে সোহানকে।

বিপিএলে বল ও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। সোহানও আশা করছেন, ফাইনালে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারকে পাওয়া যাবে।

তিনি বলেন, ‘সাকিব ভাই আসতে পারেননি। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হিসেবে আমি এসেছি।। সকালে তিনি জিমে ছিলেন।’

সাকিব ফাইনাল খেলতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহানের উত্তর, ‘ইনশাআল্লাহ, আশা করি।’

কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসেরও আশা, ফাইনালে তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন সাকিব।