জয় তুলে শীর্ষে বরিশাল

জয় তুলে শীর্ষে বরিশাল

দারুণ এক জয় তুলে নিল সাকিব আল হাসান হাসানের ফরচুন বরিশাল। সেই সঙ্গে উঠে গেল টেবিলের শীর্ষে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নেয় বরিশাল। ১৬৯ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৪ বল হাতে রেখে। বিজয় সর্বোচ্চ ৭৮ রান করেন ৫০ বলে। ৬টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। হয়েছেন ম্যাচসেরা।

২০তম ওভারের প্রথম বলে মিডউইকেটে উন্মুক্ত চাঁদের হাতে দারুণ এক ক্যাচে পরিণত হন জানাত। তার আগে ঝড় উপহার দেন তিনি। ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩১ রান। এই ইনিংসের পথে অবশ্য জীবন পেয়েছেন তিনি।

সপ্তম উইকেটে সালমান হোসেনের সঙ্গে ২১ বলে ৫০ রান যোগ করেন জানাত। সালমান ১৪ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। জানাত ফেরার পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

চট্টগ্রামের পক্ষে নিহাদুজ্জামান দারুণ বোলিং করেন। ৪ ওভারে ১৭ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। তবে পরাজিত দলে থাকতে হয় তাকে। ২ উইকেটে নিয়েছেন মেহেদী হাসান রানা।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রানের পুঁজি গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কার্টিস ক্যাম্পার সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন। তার ২৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২ ছক্কা।

এ ছাড়া ম্যাক্স ও’ডাউড ৩৪ বলে ৩৩, আফিফ হোসেন ধ্রুব ২৩ বলে ৩৭, ইরফান শুক্কুর ১৯ বলে ২০ রান করেন। বরিশালের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম ও খালেদ আহমেদ।

এই জয়ের সুবাদে টেবিলের শীর্ষে উঠে গেল বরিশাল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হারা সিলেট স্ট্রাইকার্স সমান পয়েন্ট নিয়েও দুইয়ে নেমে গেছে। নেট রানরেটে পিছিয়ে তারা।

অষ্টম ম্যাচে এটি ষষ্ঠ হার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ষষ্ঠ স্থানে।