উন্নত দেশ গড়তে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালিয়েছেন প্রধানমন্ত্রী

উন্নত দেশ গড়তে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালিয়েছেন প্রধানমন্ত্রী বরিশালে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
শুক্রবার ২৭ জানুয়ারি সকালে বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ মোফাজ্জল হোসেন খান বালিকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
এসময় প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী, প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা অভিনন্দন শুভ কামনা করে বক্তব্য দেন করেন। তিনি বর্তমান সরকারের শিক্ষা নিয়ে শিক্ষিত সমাজ গড়তে একটি শিক্ষিত জাতির জন্য যে সকল ভূমিকা পালন করে আসছেন সে বিষয় উপস্থাপন করেন।তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি স্তরে স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যা করে আসছে তা বিগত কোন আমলে কেউ করে নি।দেশের প্রতিটি স্থানে শিক্ষার্থীদের নতুন বছরের শুরুতেই ফ্রী তে বই শিক্ষা উপকরণ সহ শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। যাতে করে নিম্নশ্রেণীর মানুষের সন্তানরাও সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। সমাজের সুবিধা বঞ্চিতদের অসহায়দের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব অনেক বেশী দিচ্ছেন। শিক্ষিত সমাজ গড়তে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ ধারার সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের যে সকল ভূমিকা পালন করে আসছেন তা বিগত কোন দলই করেনি।
শুধু শিক্ষাই নয় শিক্ষার পাশাপাশি দেশের প্রতিটি খাতে বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়ন করেছে যা জনগণের কাছে দৃশ্যমান। সুস্থ সুন্দর শিক্ষিত সমাজ গড়তে উপস্থিত শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখা পড়া করে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে বলেন,আজকের এই শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল অঞ্চল এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোঃআনোয়ার হোসেন, বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃশহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃতৌহিদুল ইসলাম বাদশা ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমাহাবুবুর রহমান মধু।