ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুবাই এক্সপো ২০২০

ঝমকালো কনসার্ট, আতশবাজি, এয়ার শো, পুরস্কার বিতরণ, বৈঠক ও নানা প্রতিযোগিতার মাধ্যমে পর্দা নামছে দুবাইয়ে এক্সপো ২০২০ এর। আজ এক্সপোর ১৮২তম দিন। ২০২১ সালের ১ অক্টোবর শুরু হয়েছিল দুবাই এক্সপো। বিশ্বের প্রায় সব দেশ এতে অংশ নেয়। আজ ৩১ মার্চ শেষ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ঝমকালো দুবাই এক্সপো।
২০২০ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে এক্সপো পিছিয়ে দেওয়া হয়। তবে বিজ্ঞাপন ও ব্রান্ডিংয়ের কারণে নাম পরিবর্তন করেনি কর্তৃপক্ষ। এক্সপোতে ১৯০টির বেশি দেশ অংশ নিয়েছিল।
এক্সপো সমাপনীর প্রাক্কালে জুবিলি পার্কে পুরস্কার বিতরণ করা হয়েছে বিভিন্ন দেশের সেরা প্যাভিলিয়নগুলোর মাঝে। বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫১টি পুরস্কার বিতরণ করা হয়।