বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত

বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত

বাংলাদেশকে 'সৌজন্যতার নিদর্শন' হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত। বাংলাদেশকে ধাপে ধাপে মোট ১১০টি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রথম পর্যায়ে আজ শনিবার সকালে ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে প্রবেশ করে। 

ঢাকা সফরকালে গত মার্চে বাংলাদেশকে অ্যাম্বুলেন্স সরবরাহের আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কোভিড-১৯ টিকাকরণ পর্ব শুরু হওয়ার প্রতিবেশি বাংলাদেশকে টিকাও পাঠিয়েছিলেন মোদি। 

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে রংপুরের সুস্বাদু ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, গত মাসেই বাংলাদেশে অক্সিজেন পাঠিয়েছিল ভারত।
এ ব্যাপারে আজ শনিবার সকালে পেট্রাপোল স্থলবন্দর ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান ‘করোনাকালে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমরা আশাবাদী দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হবে। কোনপ্রকার বিলম্ব না করেই তৎপরতার সাথে বাংলাদেশকে এই অ্যাম্বুলেন্স পাঠানোতে আমরা খুশি।’  

পেট্রাপোল স্থল বন্দরের কাস্টমস ইন্সপেক্টর গোপাল দাস জানান ‘সৌজ্যনাতার নির্দশন হিসাবেই আজ সকাল থেকেই প্রথম পর্যায়ে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে অ্যাম্বুলেস পাঠানো হচ্ছে। পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে।’