ঝালকাঠিতে আগুনে দোকান-বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় উপজেলায় আগুনে ৮ দোকান ও বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫ ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) ভোরে ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা বাজারে ১টি বসতঘরসহ ৪টি দোকান পুড়ে যায়। গতরাতে কাঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামে ৪টি বসতঘর পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ ব্যক্তি আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পৃথক এ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছেন।