ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণের মামলায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক গৃহধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশ ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আলমগীরকে ঝালকাঠি আদালতে নিলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার এসআই আলমগীর হোসেন কাঁঠালিয়া উপজেলার তাঁরাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়।
বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাঠালিয়া থানায় মামলাটি করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই নারী দুই পুত্র সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী ব্যবসার সুবাধে চট্টগ্রামে থাকেন। ওই নারীর ভগ্নিপতি পাশের গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। বোনের বাড়ি যাওয়া-আসার সুবাধে তাঁরাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। গত ৩ এপ্রিল রাতে ওই নারীর বাড়িতে গিয়ে আলমগীর তাকে মারধরের পর ধর্ষণ করে।
ভুক্তভোগী ওই নারী বলেন, তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করলে তিনি পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এসআই আলমগীর ওই বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় কয়েকদিন বিভিন্ন চাপের কারনে পালিয়ে বেড়াতে হয়েছে ওই নারীর। পরে বৃহস্পতিবার রাতে থানায় আমার মামলা লিপিবদ্ধ করা হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় আসামি এসআই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাদী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।