রিফাত শরীফের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরগুনার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্তরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাধারণ মানুষ তাদের বক্তব্যে বলেন, হত্যাকারী ও মাদক মামলার আসামী নয়ন ও তার সহযোগীদের ফাসির দাবী করছি আমরা।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসীরা রিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন জানান, আলোচিত রিফাত হত্যা মামলায় তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।