টস জিতে ফিল্ডিং নিয়েছে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
ওমানের আল আমিরাত স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা।
টস জিতে অধিনায়ক মাহমুদউল্লাহ নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা উইকেট, প্রচুর রান হবে। তবে শিশিরের কারণে আমরা রান তাড়া করতে চাই।’
তিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’
বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এই গ্রুপের অন্য দুই দল ওমান ও পাপুয়া নিউগিনি মুখোমুখি হয়েছিল আসরের উদ্বোধনী ম্যাচে। যে ম্যাচে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে ওমান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, জশ ডেভি, ক্রিস গ্রিভস, মিচেল লিস্ক, ক্যালাম ম্যাকলেয়ড, জর্জ মানজি, সাফিয়ান শারিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।