টাইগারদের করোনা পরীক্ষা কাল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দামামা বাজতে শুরু করেছে। এরই মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য ঘোষিত হয়েছে প্রাথমিক স্কোয়াড। ডাক পাওয়া খেলোয়াড়দের বৃহস্পতিবার হবে করোনা পরীক্ষা। ফল নেগেটিভ এলেই ক্রিকেটাররা ঢুকে যাবেন জৈব সুরক্ষা বলয়ে।
ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের স্টাফদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।
পরীক্ষায় যাদের ফলাফল নেগেটিভ আসবে তারাই কেবল জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি পাবে।
বিসিবি কর্মকর্তাদের তথ্যমতে করোনা পরীক্ষার জন্য জাতীয় দলের সাপোর্ট স্টাফ, সোনারগাঁ হোটেলের স্টাফ ও শেরে বাংলা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে এরই মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।
ওয়ানডে সিরিজের জন্য ২৪ ও টেস্টের জন্য ঘোষিত হয়েছে ২০ জনের প্রাথমিক স্কোয়াড। ১২ জন খেলোয়াড় রয়েছেন উভয় দলে। দুই স্কোয়াড মিলে তাই সদস্য সংখ্যা ৩০ জন। যাদের সবার করোনা পরীক্ষা হবে বৃহস্পতিবার।
তবে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও অফ স্পিনার নাঈম হাসান জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন একটু দেরিতে। দুজনেরই ইনজুরি সমস্যা রয়েছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর টিম হোটেলে উঠবেন তারা।
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসন শুক্রবার ঢাকা এসে পৌঁছাবেন বলে খবর। করোনা নেগেটিভ এলে তারাও প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে।