টিআইবি’র আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ

বরিশালে ‘তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন ও প্রচারণা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তথ্যই শক্তি এই স্লোগানকে সামনে রেখে বরিশাল ও বাগেরহাট সনাকের আয়োজনে জুম অনলাইনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টিআইবি’র উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি বরিশালের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।
প্রশিক্ষণে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা এবং খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ্সহ মোট ৭ টি জেলার ৭০ জন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য অংশগ্রহণ করেন।
টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন কার্যক্রমের ধারাবাহিকতায় তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বরিশাল সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে যুক্ত ছিলেন, ঝিনাইদহ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি নাসরিন ইসলাম এবং বরিশাল সনাক সদস্য ও ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক সাইফুর রহমান মিরণ। এছাড়াও অংশগ্রহণ করেন টিআইবি’র বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা এবং খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ্ জেলার এরিয়া কোঅর্ডিনেটরসিই বৃন্দ। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো. আশফাকুর রহমান ও শেখ বশির আহম্মেদের সঞ্চালনায় প্রশিক্ষণটি পরিচালনা করেন টিআইবি’র খুলনা ক্লাষ্টারের কোঅর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিন।