টিকা নিলেন সালমান এফ রহমান

টিকা নিলেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

বুধবার দুপুরে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে এই টিকা নেন।

টিকা নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, এই টিকা অন্য দেশের টিকার মতই। সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিচ্ছে সাধারণ মানুষ। টিকা নিয়ে আমার ভালো লাগছে।

টিকা নেয়ার পর নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে সালমান এফ রহমান ছবিসহ একটি পোস্টও দেন।

পোস্টে তিনি লেখেন, আজকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। আসুন নিজেরা টিকা নিই, অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করি। আপনার এই অবদান দেশ ও জাতির করোনা যুদ্ধ জয়ে ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশে টিকা সরবরাহের কাজটি করছে।

সরকার সেরাম ইনস্টিটিউট থেকে যে তিন কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা কিনছে, তা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমেই সরবরাহ করা হচ্ছে।

এছাড়া সামনে বেসরকারিভাবেও টিকা বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেজন্য সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ টিকা কিনছে তারা।