টিকা নেওয়ার পর কোনো সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমরা করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিচারকাজ পরিচালনা করছি।
কোনো সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
এসময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আমরা কাল নেবো।
রোববার (০৭ ফেব্রুয়ারি) শুরু হওয়া টিকাদান কর্মসূচি উদ্বোধনের পরপরই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন।
ভোরের আলো/ভিঅ/০৮/০২/২০২১