দেশের পথে মেসিরা

৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে ফের বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে লিওনেল মেসি পেয়েছেন অধরা ট্রফিটার দেখা। সফল মিশন শেষ করে এখন কাতার থেকে দেশের পথে চ্যাম্পিয়ন খেলোয়াড়রা।
রবিবার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ তাদের প্রতিবেদনে লিখেছে, শিরোপা জয়ের পর কাতারের স্থানীয় সময় ভোর পর্যন্ত চলেছে মেসিদের উদযাপন। এরপর তারা রওনা হন দেশের উদ্দেশ্যে। তাদের বহনকারী বিমান নির্ধারিত সময়ের কিছু পরেই ছেড়েছে।
বিশ্বকাপ জয়ের পর লুসাইল স্টেডিয়ামে আনন্দ উদযাপন করে আর্জেন্টিনা দল। এরপর তারা ছাদখোলা যানে কাতার ইউনিভার্সিটিতে পৌঁছান। চলতি টুর্নামেন্টে মেসিদের ক্যাম্প ছিল সেখানেই।
ক্যাম্পে ফিরে ডিনার সেরে রাত জুড়ে উৎসব করেছে চ্যাম্পিয়ন ফুটবলাররা। এরপর কাতার সময় সকালে দেশের বিমানে উঠেন তারা। সব ঠিক থাকলে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের বহনকারী বিমান আর্জেন্টিনায় পৌঁছাবে স্থানীয় সময় সোমবার রাত ১০টায়।