টেকনাফ থানার ওসি প্রদীপ প্রত্যাহার

টেকনাফ থানার ওসি প্রদীপ প্রত্যাহার

অবশেষে টেকনাফ থানার আলোচিত  ওসি প্রদীপ কুমার দাশকে বুধবার রাতে প্রত্যাহার করা হয়ছে। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যাহারের একদিন আগে নিজেকে 'অসুস্থ' দাবি করে ওসি ছুটি নেন বলে  জানান, কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা।

তিনি বলেন, প্রত্যাহাররে কারণ উল্লখে করা হয়নি। থানার ইন্সপেক্টর ( তদন্ত) এ বি এম দােহাকে আপাতত ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মামলার সুষ্ঠ তদন্তের জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া প্রদীপ অসুস্থতার কথা বলে থানায় একটি জিডি করে বের হয়ে যান বলে আমরা জেনেছি। এই বিষয়টিও আমরা তদন্ত করছি।