ঠিকানা বদল করার সময় এসেছে: উইলিয়ান

ঠিকানা বদল করার সময় এসেছে: উইলিয়ান

চেলসিতে সাত বছর খেলার পর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন উইলিয়ান। চেলসি ছাড়লেও এখনও জানা যায়নি ঠিক কোন ক্লাবের উদ্দেশ্যে এবার পাড়ি জমাবেন তিনি। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছে চলসির পাঠ চুকিয়ে আর্সেনালের যোগ দিচ্ছেন উইলিয়ান।

সম্প্রতি এক টুইট বার্তায় চেলসি অনুরাগীদের উইলিয়ান বলেন, ‘ঠিকানা বদল করার সময় এসেছে। আমি আমার চেলসি সতীর্থদের ভীষণভাবে মিস করব। মিস করব ক্লাবের প্রত্যেক স্টাফকে যারা এতবছর আমায় সন্তানের মতো আগলে রেখেছিলেন। মিস করব আমার ফ্যানেদের।’

প্রসঙ্গত, ২০১৩ সালে রাশিয়ান ক্লাব আনঝি মাখাছকালা থেকে ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন উইলিয়ান। এরপর স্টামফোর্ড ব্রিজে অত্যন্ত জনপ্রিয়দের একজন হয়ে ওঠেন তিনি। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩৯ ম্যাচ খেলেছেন উইলিয়ান।


ভোরের আলো/ভিঅ/১০/২০২০