ডিডাব্লিউএফ গ্রুপের উদ্যোগে নার্সিং কলেজের শিক্ষকদের কারিকুলাম প্রশিক্ষণ

ডিডাব্লিউএফ গ্রুপের উদ্যোগে নার্সিং কলেজের শিক্ষকদের কারিকুলাম প্রশিক্ষণ
অরিয়েন্টেশন প্রোগ্রাম অন রিভাইজড অ্যান্ড আপডেটেড কারিকুলাম ফর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এক্সামিনেশন সিস্টেম অ্যান্ড কোর্স অর্ডিনেস শিরনামে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ডিডাব্লিউফ গ্রুপের আয়োজনে রাজধানী নার্সিং কলেজ, ডিডাব্লিউফ নার্সিং কলেজ, জহির-মেহেরুন নার্সিং কলেজ, মাদারিপুর ডিডাব্লিউফ নার্সিং কলেজের ৬০জন শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ওই প্রশিক্ষণ শুরু হয়। গতকাল শনিবার সকাল নয়টায় ডিডাব্লিউফ নার্সিং কলেজের হল রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ডিডাব্লিউফ গ্রুপের চেয়ারম্যান অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম। দুইদিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন জহির-মেহেরুন নার্সিং কলেজ,পটুয়াখালীর অধ্যক্ষ শামসুন নাহার । ব্যাপক উদ্দীপনা ও বর্ণীল আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অফ নার্সিং, মহাখালী, ঢাকার অধ্যাপক ড. মফিজ উল্লাহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক নার্সিং বিভাগের প্রধান অধ্যাপক এবং রাজধানী নার্সিং কলেজের অধ্যাপক হরিদাস অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবে পরিচালক এবং ডিডাব্লিউএফ ম্যাটস এর অধ্যক্ষ ড. এস এম সিরাজুল ইসলাম, ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, ডিডাব্লিউফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন, জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেসা, ডিডাব্লিউএফ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, পটুয়াখালীর অধ্যক্ষ প্রফেসর পিযুস কান্তি হরি, মাদারীপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মার্গারেট সরোজিনি বিশ্বাস, সরকারি নার্সিং কলেজের ইনসট্রাকটর আলী আজগর খান, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক এডমিন আবদুল্লাহ আাম মাওদুদ। প্রধান অতিথি অধ্যাপক মো. জহিরুল ইসলাম বলেন, এই অরিয়েন্টেশন প্রোগ্রামটি নিঃসন্দেহে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের একটা চমৎকার উদ্যোগ। এই উদ্যোগকে তিনি স্বাগত জানান। সভাপতি শামসুন নাহার বলেন, রিভাইজড এবং আপডেটেড কারিকুলামের কারণে শিক্ষক-শিক্ষিকারা অনেক নতুন কিছু জানতে এবং শিখতে পারবে। এর ফলে বিএসসি নার্সিং শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসবে। যা শিক্ষার্থীদের জীবনের চলার পথ অনেক সহজ ও আলোকময় হবে। অরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন শারমিন আক্তার এবং সুরাইয়া আক্তার দোলন, লেকচারার ডিডাব্লিউ এফ নার্সিং কলেজ, বরিশাল।