ডিমলায় বোরোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ডিমলায় ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ফলন বাম্পার হওয়ায় কৃষকদের মধ্যে রয়েছে বিপুল উদ্দীপনা। প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ডিমলার দশ ইউনিয়নের সব ধান ঘরে তোলা সম্ভব হবে।
ডিমলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১০,৬২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে ব্রি-২৮ জাতের ধানের পরিমাণ সবচেয়ে বেশি। ইতোমধ্যে দেশি ও ব্রি-২৮ জাতের ধান বিক্ষিপ্তভাবে প্রায় ২ শতাংশ ঘরে উঠেছে। উপজেলায় ধান পরিপক্ক হয়েছে প্রায় ১৩ শতাংশ।
ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানান, এবার ডিমলা উপজেলায় বোরা ধানের বাম্পার ফলন হয়েছে। গত সপ্তাহ থেকে কৃষকরা ধান কাটা শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তোলা সম্ভব। অঞ্চল ভেদে বিআর-২৮ ধানে ব্লাস্ট রোগের সীমিত প্রকোপ থাকলেও ডিমলা কৃষি বিভাগের তৎপরতা ও নিয়মিত মনিটরিংয়ের ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদিত হয়েছে। আমাদের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
ডিমলা উপজেলার সদর ইউনিয়নের তেল্লাই গ্রামের কৃষক রাসেল বলেন, বিআর-২৮ ধানের উৎপাদন গতবারের চেয়ে বেশি হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সর্বদা আমাদের খোজ খবর নিয়েছেন। আমরা আশা করছি, বিআর-২৮ ধান প্রতি ৩৩ শতাংশে ১৮ থেকে ২২ মন ঘরে তুলতে পারবো।