জেলা প্রশাসনকে সুরক্ষা সামগ্রি দিয়েছে ভোরের আলো
নিবিড়ভাবে মাঠে থেকে করোনা সচেতনতায় ঝুঁকি নিয়ে কাজ করা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি সরবরাহ করা হয়েছে। দৈনিক ভোরের আলোর পক্ষ থেকে ওই সুরক্ষা সামগ্রি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে তুলে দেওয়া হয়।
রোববার দুপুর দুইটায় জেলা প্রশাসন কার্যালয়ে ওই সুরক্ষা সামগ্রি তুলে দেন দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, বার্তা সম্পাদক তন্ময় কুমার নাথ এবং অনলাইন এবং ফেসবুক লাইভের এডমিন প্রকৌশলী সুকান্ত অপি।
এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, জেলা প্রশাসন থেকে চিকিৎসক, গণমাধ্যমকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রি সরবরাহ করা হয়েছে। যা অব্যাহত আছে। এই কাজে অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। ভোরের আলো এগিয়ে আসায় তাদের অভিনন্দন জানান তিনি।
ভোরের আলো, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ এবং বেসরকারি নার্সিং কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরিশাল মেট্রোলিটন পুলিশ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স এবং বরিশালের ইলেকট্রনিক মিডিয়াসহ গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি সরবরাহ করে। যারা করোনার এই মহামারী মোকাবেরায় ঝুুঁকি নিয়ে মাঠে থেকে কাজ করছেন তাদের পাশে থাকার জন্যই এই ক্ষুদ্র উদ্যোগ। যারা করোনা মোকাবেলায় কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বরিশালের জেলা প্রশাসন।
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনার ঝুঁকি নিয়ে প্রতিদিন আমাদের সচেতন করে চলেছেন। ভোরের আলোর ক্ষুদ্র উদ্যোগের অংশ হিসেবে গতকাল জেলা প্রশাসনের কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি সরবরাহ করা হয়।