ডেঙ্গু প্রতিরোধে লম্বা প্যান্ট-পায়জামা-মোজা পরার পরামর্শ -মেয়র সাঈদ খোকন

ডেঙ্গু প্রতিরোধে লম্বা প্যান্ট-পায়জামা-মোজা পরার পরামর্শ -মেয়র সাঈদ খোকন
ডেঙ্গু মোকাবিলায় নগর কর্তৃপক্ষ তার সর্বশক্তি দিয়ে মাঠে আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে তিনি সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরার পরামর্শ দেন। রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে মসজিদের খতিব ও ঈমামদের সঙ্গে মতবিনিময় এবং অ্যারোসেল স্প্রে বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করে ডিএসসিসি। মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আগামী সেপ্টেম্বরের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।' এছাড়া, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এডিস মশার লার্ভা ধ্বংসে প্রতিদিন ৬০টি বাড়িতে ডিএসসিসির টিম যাবে বলেও জানান তিনি। মেয়র বলেন, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন নানা উদ্যোগ নিয়েছে। এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। আগামী দিন থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসায় আমাদের টিম যাবে। জনসচেতনতার মধ্য দিয়ে রাজধানীকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব। আমাদের নাগরিকরা এখন সবাই সচেতন