বরিশাল ব্যান্ড ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মিন্টু ও সম্পাদক গৌতম

বরিশাল ব্যান্ড ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মিন্টু ও সম্পাদক গৌতম

বরিশাল ব্যান্ড ফেডারেশন এর নির্বাচনে সভাপতি পদে মিন্টু চৌধুরী ও সাধারণ  সম্পাদক পদে গৌতম ঢালী নির্বাচিত হয়েছেন।

 গতকাল সোমবার ১১ জানুয়ারী বরিশাল জেলা শিল্প কলা একাডেমি প্রাঙ্গণে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। 
বরিশাল সংগীত অঙ্গনের  ১২ ব্যান্ডের ২৪ সদস্য ৩ পদে  ৬ প্রার্থীকে ভোট প্রদান করেন।

সভাপতি পদে কুল ফিউশন ব্যান্ডের সুদেব মন্ডল ও  সার্কেল অফ ফিফথ ব্যান্ডের মিন্টু চৌধুরী দুজনেই ১২ টি করে সমান ভোট পেয়ে লটারির মাধ্যমে মিন্টু চৌধুরী নির্বাচিত হয়।সাধারণ সম্পাদক পদে উইনস্যাম ব্যান্ডের  বিপুল দাস ১১ ও  খেয়া ব্যান্ডের গৌতম ঢালী ১৩ ভোট পাওয়ায় ২ ভোট বেশি পেয়ে খেয়া ব্যান্ডের গৌতম ঢালী  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সাংগঠনিক পদে দেশ ব্যান্ডের সুশান্ত দাস ভুট্টাো ও ফ্লেম  ব্যান্ডের নাজমুস সাকিব ঝান্টি  দুজনেই ১২ ভোট পাওয়ায় সমঝোতার মাধ্যমে নাজমুস সাকিব ঝান্টি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় । 

আগামী দুই বছর সংগীতের এ  সংগঠনে নেতৃত্ব দেবেন পূর্নাঙ্গ কমিটি গঠন করার মাধ্যমে।

 দ্বিতীয়বার নির্বাচন উপলক্ষে বরিশাল ব্যান্ড সংগীতের এ আঙিনা সরব ছিল এবংবরিশাল  ব্যান্ড সংগীতের  সদস্যরা  উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন আগামী নেতৃত্ব নির্বাচনে।নির্বাচন কমিশনের দ্বায়িত্বে নির্বাচন পরিচালনা করেন বিভিন্ন ব্যান্ডের ৫ জন সদস্য। 
রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। 

বিজয়ীরা গতকাল রাতেই বরিশাল নগরীতে বিজয়ের উল্লাসে শোভা যাত্রা করেন।


ভোরের আলো/ভিঅ/১২/০১/২০২১