ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে শুক্রবার থেকে ঢাকায় অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা ভাইরাসের পুনর্বিস্তার রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।’
এর আগে করোনা সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ১ নভেম্বর থেকে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১২ দিনে দেশের করোনা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। এ মাসের প্রথম থেকে সংক্রমণ বাড়ার পর শেষ ১২ দিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, প্রথম দফায় এমন পরিস্থিতি তৈরি হতে সময় লেগেছিল চার মাসের মতো।
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ডসংখ্যক ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এত বেশিসংখ্যক রোগী আর শনাক্ত হননি। এমনকি সর্বোচ্চ সংক্রমণের যে তিন রেকর্ড, তা টানা গত তিন দিনেই হয়েছে।