ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি সরবরাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি দিয়েছে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনষ্টিটিউট ও কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার মো. বাহালুল হক চৌধুরী করোনায় দেওয়া সুরক্ষা সামগ্রি গ্রহণ করেন।
গত ১০ জুন বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনষ্টিটিউট ও কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার মো. বাহালুল হক চৌধুরীর হাতে ওই সুরক্ষা সামগ্রি তুলে দেন অ্যাসোনিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনষ্টিটিউট ও কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং প্রিন্স এডুকেশন গ্রুপের চেয়ারম্যান শাহ মো. রাসেল উদ্দিন প্রিন্স, অ্যাসোসিয়েশন সহ-সভাপতি এবং এনএমডিটিআই-এর চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ডিডাব্লিউএফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ইনষ্টিটিউট পটুয়াখালীর অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পটুয়াখালী জেলার দপ্তর সম্পাদক মো. কাওসার হোসেনসহ অন্যান্যরা।
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণের প্রভাব প্রতিরোধে ও মোকাবেলায় সুরক্ষা উপকরণ পিপিই, চশমা, ফেইস শেল্ডসহ বিভিন্ন উপকরন নিয়ে দায়িত্ব পালন করতে পারে তার জন্য পিপিই সামগ্রি সরবরাহ করে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনষ্টিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশন।