বিশ্বজুড়ে করোনাকে জয় করল ৪০ লাখ মানুষ

বিশ্বজুড়ে করোনাকে জয় করল ৪০ লাখ মানুষ

 করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যাও। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি মানুষ করোনাকে জয় করেছেন।

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, রবিবার বাংলাদেশ সময় বিকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যা ৪০ লাখ ৫৭ হাজার ৫১১।

পুরা বিশ্বে এখন পর্যন্ত ৪ লাখ ৩২ হাজরের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৭৯ হাজারের কাছাকাছি। 

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও বেশি। দেশটিতে মারা যান এক লাখ ১৭ হাজারের বেশি মানুষ আর আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪২ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৫৪ হাজার জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৭ হাজার ৫১২ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ৭৯১ জন।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার মানুষ।

৩ লাখ ২২ হাজার আক্রান্ত নিয়ে তালিকায় ৪র্থ অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৬২ হাজারের বেশি মানুষ। 

ভারতের পরেই বেশি আক্রান্ত যুক্তরাজ্যে, ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। দেশটিতে মারা যায় ৪১ হাজার ৬৬২ জন। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যা এখনো প্রকাশ করেনি ব্রিটিশ কর্তৃপক্ষ।