ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে হবে সরস্বতী পূজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে হবে সরস্বতী পূজা

দেশজুড়ে ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে পালিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়ে এই পূজা উদযাপন করা হবে।

শুক্রবার সন্ধ্যায় জগন্নাথ হলে সরেজমিনে গিয়ে দেখা যায়, হলের কেন্দ্রীয় উপাসনালয়ে সরস্বতী দেবীর প্রতিমা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নিরাপত্তার জন্য পাশেই পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। তবে উপাসনালয়ের পাশে খেলার মাঠে কোনো আয়োজন দেখা যায়নি। 

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা  জানান, এবছর করোনার কারণে সরকারি ও বিশ্ববিদ্যালয়ের বিধিনিষেধের কারণে সীমিত পরিসরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এর আগে বিভাগগুলোর আলাদা যে আয়োজন থাকতো, এবারে তা থাকছে না। 

এবার কেন্দ্রীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠিত হবে। পূজার আনুষ্ঠানিকতা নয়টায় শুরু হয়ে দুপুর একটা নাগাদ শেষ হতে পারে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে অঞ্জলি দেওয়া হবে।