ঢাকা মাতালেন বলিউডের সুপার গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি

রূপের ঝলক, নাচের কারুকাজ, অ্যাওয়ার্ড প্রদান ও নিজের ঝলমলে উপস্থিতিতে ঢাকা মাতালেন ফিল্মি দুনিয়ার দ্বিতীয় তীর্থস্থানখ্যাত বলিউডের সুপার গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি।
মিরর ইভেন্ট এন্ড কমিউনিকেশন্সের আয়োজনে শনিবার রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পা শুধু নিজেই নাচেননি, নাচিয়েছেন তার এদেশীয় ভক্তদের। শিল্পার উপস্থিতিই যে এক অন্যরকম ভালোলাগা সেটা বোঝা গেছে রাতের এই জমকালো আয়োজনে।
মিরর বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২ নামের এই আসরে দেশের স্বনামধন্য স্কিন কেয়ার স্পেশালিস্ট ও ভেনাস বাই ফিরোজার স্বত্ত্বাধিকারি ফিরোজা হুদাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৩ টি সেরা পুরস্কার প্রদান করেন আসরের মধ্যমনি এই সুপার গ্ল্যামার গার্ল।
অনুষ্ঠানে শিল্পা ছাড়াও আরও নৃত্য পরিবেশন করেন এদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও চিত্রনায়িকা পুজা চেরি। মনোজ্ঞ এই আসরে স্পন্সর করে দেশের ২০ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাহসান। আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক নীরব ও চিত্রনায়িকা বুবলী।