সেনাদের নারী সঙ্গের ব্যবস্থা চীনের

সেনাদের নারী সঙ্গের ব্যবস্থা চীনের

মহামারী করোনার মধ্যেই গেল বছর থেকে ভারত ও চীনের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে। একের পর এক আলোচনায় বসলেও সমাধান আসেনি কোনো দেশ। এর মধ্যে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে উঠে এল চাঞ্চল্যকর দাবি।

খবর সংবাদ প্রতিদিনের।

বলা হয়েছে, তীব্র শীতে নির্জন লাদাখে অবস্থান করা চীনা সেনারা ক্রমশই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এই অবস্থায় সীমান্তে মনোবল হারানো সেনাদের নারী সঙ্গের ব্যবস্থা চীনা প্রশাসন। সেখানে আনা হচ্ছে নর্তকীর দল। শুধু তাই নয়, বারবার রদবদল আনা হচ্ছে সেনার মধ্যে। একই সেনাদের বেশিদিন সীমান্তে ফেলে রাখা হচ্ছে না।

এর আগে ভারতের একজন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, চীনের চেয়ে ভারত অন্তত পাঁচগুণ বেশিবার সীমান্ত টপকে তাদের দেশের ভেতরে ঢুকেছে। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত যে ক্রমাগত সীমান্ত টপকে চীনের ভূখন্ডের ভেতর ঢুকে থাকে এটা আসলে 'অজান্তে' তারই একটা স্বীকারোক্তি।

 

ভারতের এই ধরনের আচরণের ফলেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলেও চীন পাল্টা অভিযোগ করেছে। আর চীন-ভারত সম্পর্কের দিকে যে পর্যবেক্ষকরা নজর রাখেন, তারা বলছেন সীমান্তে উত্তেজনা নিরসনের জন্য দুই দেশের সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় যে বিশেষ লাভ হচ্ছে না এই কথাবার্তাতেই তা প্রমাণিত।