ঢাকা রুটের ৩ লঞ্চে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

লঞ্চে দুর্ঘটনা প্রতিরোধে বরিশাল নদী বন্দরে নোঙ্গর করা দূরপাল্লার যাত্রীবাহি বিভিন্ন লঞ্চে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। এ সময় যথাযথভাবে নিরাপত্তা সরঞ্জামাদী না থাকায় ৩টি লঞ্চ থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করে নৌ পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রয়োজন অনুযায়ী বয়া না থাকা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ঝুলিয়ে রাখা এবং চালকের সনদ না থাকাসহ বিভিন্ন অভিযোগে বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবত-১২, এমভি কুয়াকাটা-২ এবং এমভি সুন্দরবন-১১ লঞ্চ কর্তপক্ষের কাছ থেকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ভ্রাম্যমান আদালত এসব বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। নৌযাত্রা নিরাপদ করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।
এর আগে গত বুধবার বিকেলে নদী বন্দরে অভিযান চালিয়ে বিভিন্ন লঞ্চের ইঞ্জিন রুমের কাছাকাছি এবং রেস্তোরাসহ চায়ের দোকানে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করে বিআইডব্লিউটিএ।