ঢাকায় নেপালের ফুটবল দল

বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় চার্টার্ড বিমানে করে ঢাকায় পা রাখে দলটি।
করোনা প্রাদুর্ভাবের পর এই প্রথম কোনো বিদেশি দল বাংলাদেশে এল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে নেপাল দলের সবার করোনা পরীক্ষা করা হবে। ৩৫ সদস্যের দলে খেলোয়াড় ২৫ জন। শনিবার পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন সবাই।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। দুই দলই এই ম্যাচ দুটির মধ্য দিয়ে করোনা মহামারির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে।
বাংলাদেশে আসার আগে অবশ্য করোনা বেশ ভুগিয়েছে নেপাল দলকে। মঙ্গলবার দলটির দুই ফুটবলার কোভিড-১৯ পজিটিভ হন। তাদের সংস্পর্শে আসা আরো দুই ফুটবলাকে রেখেই বাংলাদেশে এসেছে দলটি। অনুশীলন শুরুর আগেও দলটিতে করোনা হানা দেয়। আক্রান্ত হন একাধিক খেলোয়াড়।
এদিকে নেপালের প্রধান কোচ জোহান কালিন বাংলাদেশে আসতে পারেননি। তার অনুপস্থিতিতে নেপালের ডাগআউটে দেখা যাবে বালগোপাল মহারাজনকে। একসময় এই নেপালি বাংলাদেশের ক্লাব ফুটবলেও খেলেছেন।