গায়ে আগুন জ্বালিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

গায়ে আগুন জ্বালিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বরগুনার পাথরঘাটায় গায়ের পোশাকে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করে দগ্ধ এক নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর বকুনী খেয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় গৃহবধূ মানসুরা বেগম (৩৫)।


শনিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামে এই ঘটনা ঘটে। দুপুরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

দগ্ধ গৃহবধূ মানসুরা বেগম ওই এলাকার মানিক খানের স্ত্রী এবং ৩ সন্তানের জননী।  
ওই নারীর স্বজন মো. সোলায়মান জানান, তার ছোট ছেলে জুনায়েদ  শনিবার সকালে মাদ্রাসায় না যাওয়ায় তার বাবা মানিক খা রাগারাগি করে। এতে রাগে ক্ষোভে সে (মানসুরা) নিজের শয়ন কক্ষে দরজা আটকে পড়নে থাকা পোষাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় শিশু জুনায়েদের ডাক চিৎকারে তার বাবাসহ অন্যান্যরা এগিয়ে এসে জানালা ভেঙ্গে ওই কক্ষে ঢুকে আগুন নিভিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আগুনে মানসুরার বুকের একাংশ পুড়ে গেছে এবং তার যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। 
এদিকে এক নারী আগুনে দগ্ধ হওয়ার বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন বরগুনার পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।