ঢাকায় প্রশিক্ষণ নিতে আসা ২২ বিচারক করোনায় আক্রান্ত

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা ২২ বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই সহকারী জজ পদমর্যাদার।
সম্প্রতি তারা ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে ঢাকায় এসেছিলেন।
ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, আক্রান্ত বিচারকদের সবাই সুস্থ আছেন এবং ইনস্টিটিউটে আইসোলেশনে রয়েছেন। একসঙ্গে এত বিচারকের করোনা সংক্রমণ ধরা পড়ায় দুই মাসের ওই প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রশাসন) ইমরান আহমেদ বলেন, বুনিয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে সারাদেশ থেকে ৭০ সহকারী জজ এসেছিলেন। গত ৯ জানুয়ারি থেকে তাদের প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে কয়েকজনের করোনা উপসর্গ দেখা দেয়। গত ১৫ জানুয়ারি পাঁচজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন থেকে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়। পরে প্রশিক্ষণ নিতে আসা অন্যদের পরীক্ষা করা হলে আরো ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। ১৩ জনের প্রতিবেদন এখনো আসেনি।
তিনি বলেন, যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের ইনস্টিটিউটের আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘আক্রান্তদের সবাই করোনারোধী টিকার ডাবল ডোজ নিয়েছিলেন। কেউ কেউ বুস্টার ডোজও নিয়েছিলেন। কয়েকজনের সামান্য কাশি ও সর্দি থাকলেও তীব্র কোনো উপসর্গ নেই। সবাই সুস্থ এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণসহ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’