মা হারালেন চিরকুটের সুমি

মা হারালেন চিরকুটের সুমি

চিরকুট ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমির মা শেলি খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরেই জরায়ু ক্যানসারে ভুগছিলেন শেলি খাতুন।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে সুমি ফেইসবুকে লিখেছেন, আমার মা তার ছেলে-মেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন।

আরও বলেন, সোমবার সকালেই রাজধানীর নিকেতনে প্রথম জানাজা শেষে মরদেহ ঝিনাইদহের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় বাবার কবরের পাশে মাকে সমাহিত করা হবে।

মৃত্যুকালে শেলি খাতুন পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।