ঢাকায় বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার বিচারের দাবি বরিশালে

ঢাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেধাবী ছাত্র আবদুল্লাহ আল সোহানকে পিটিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশালসহ সারা দেশে অধ্যয়নরত বাউফলের শিক্ষার্থীদের ব্যানারে সোমবার দুপুর ২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদয় শংকরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইব্রাহিম খলিল, সাফিন ইমতিয়াজ লিয়ন, সজিব খান, মো. স্বপন, মো. সাগর ও মো. সাব্বিরসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে সোহান হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২৮ মার্চ ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবদুল্লাহ আল সোহানকে হত্যা করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।