ঢামেক আইসোলেশনে মারা যাওয়া দুজন করোনা আক্রান্ত ছিল না

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হওয়া দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়নি।
বৃহস্পতিবার ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার একজন ও মঙ্গলবার অপরজন হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার রাতে একজন ও বুধবার ভোরে অপরজনের মৃত্যু হয়। তাদেরকে করোনা আক্রান্ত সন্দেহ হওয়ায় আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।
নাসির উদ্দিন বলেন, পরে বুধবার তাদের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। সেখানকার রিপোর্টে তাদের করোনাভাইরাস নেগেটিভ আসে।
তিনি জানান, তাদের দুজনেরই মাল্টিপল ডিজিজ ছিল। করোনাভাইসা না থাকায় বৃহস্পতিবার তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।