তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বাতিল ৬ হাজার ফ্লাইট

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বাতিল ৬ হাজার ফ্লাইট

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচণ্ড তুষারঝড়ে প্রায় বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঐসব এলাকার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাও বিপর্যয়ের সম্মুখীন। এদিকে দেশজুড়ে বাতিল হয়েছে ৬ হাজার ফ্লাইট।

শনিবার দেশটির পাঁচটি উপকূলীয় অঙ্গরাজ্যে নর'ইস্টার নামের এই প্রবল ঝড় ও তুষারপাত শুরু হয়।

এদিকে প্রবল এই তুষারঝড়ের ফলে শনিবার একদিনেই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় আড়াই ফুটের ওপর বরফে আচ্ছাদিত হয়ে গেছে। নিউইয়র্কের কোথাও কোথাও প্রায় ২ ফুট বরফ জমেছে। বোস্টনে জমা হওয়া বরফের উচ্চতা প্রায় ২৩ ইঞ্চি।

প্রবল এই তুষারঝড়েরর ফলে গত দুইদিনে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

চলমান এই তুষারঝড়ের পাশাপাশি ম্যাসাচুসেটস ও নিউইয়র্কে দেখা দিয়েছে উপকূলীয় বন্যাও। শনিবার রাত পর্যন্ত ম্যাসাচুসেটস রাজ্যের ৮০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, চলমান তুষার ঝড়ের সময় 'বম্বোজেনেসিস' নামে এমন একটি প্রক্রিয়া ঘটেছে - যার ফলে সমুদ্রের ওপরের অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সাথে ঠাণ্ডা বাতাস মিশে বায়ুমণ্ডলের চাপ খুব দ্রুত নেমে যায়।