তজুমদ্দিনে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শন

তজুমদ্দিনে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শন

ভোলার তজুমদ্দিনে কোভিড-১৯ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব)  জনাব আবুল কালাম আজাদ পরিদর্শন করেন। 
 
শনিবার বেলা ১১ ঘটিকার সময় তজুমদ্দিন স্বস্থ্য কমপ্লেক্স তদারকি ও পরিদর্শণ করে তিনি বলেন যারা ঘরে বসে বসে শুধু সমালোচনা করছে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। পক্ষান্তরে আওয়ামীলীগ ও সরকারের কেই  কিন্তু ঘরে বসে নেই। আক্রান্ত হলে কী হতে পারে সেটিও আমি জানি তাই আমি নিজেও বসে নাই। সব প্রস্তুতি নিয়েই মাঠে কাজ করছি। এই সময় যখন দেশের মানুষ আক্রান্ত তখন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না সাধারণ মানুষ অসচেতন তাদেরকে সচেতন করতে হবে । সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে বলে প্রধান অতিথির বক্তব্যে সদস্য (সচিব)  জনাব আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পঃ পঃ কর্মকর্তা কবির সোহেলের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল নোমান, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, ডাঃ মোঃ হাসান শরিফ শাওন প্রেসক্লাব সভাপতি রফিক সাদী প্রমুখ।